জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ June 28th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 18892 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি
সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে আজ বুধবার ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১ টি গ্রামের প্রায় সহস্রাধীক মুসল্লী আজ ঈদুল আযহা উদযাপন করছেন। সকাল সাড়ে ৯ টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। এসব গ্রামের প্রায় সহস্রাধীক মুসল্ল¬ী পৃথক পৃথক ভাবে স্ব স্ব ঈদ গাঁ মাঠে ঈদের নামাজ আদায় করেন।
মাওলানা ইসহাক (রাঃ) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সাথে সঙ্গতি রেখে ঈদ সহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লীরা গত ৪৪ বছর যাবত সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদ্যাপন করে আসছেন।
জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ জানান,লক্ষ্মীপুরের ১১ গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে মুসল্লিরা ঈদুল আযহা উৎযাপন করছেন। এসকল মুসল্লিদেও নিরাপত্তার করা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার জেলা ব্যাপী ঈদের নামাজ আদায়ের জন্য ঈদগাঁহ্ মাঠ প্রস্তুত রাখা হয়েছে। ঈদের নামাজের পর কোরবানি পশুর রক্ত ও বর্য যাতে নিদিষ্ট স্থানে রেখে তা পরিস্খার করার অনুরোধ জানিয়েছেন তিনি।
Leave a Reply