জেলার খবর, রাজনীতি, লক্ষ্মীপুর | তারিখঃ June 24th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 160814 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বিকেলে চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের কার্যালয়ে এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটি গোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক কাউছার আহাম্মদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন লিঠন, সাবেক ছাত্রলীগ নেতা কাজী মামুনুর রশীদ বাবলু, চন্দ্রগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তাজুল ইসলাম ভূঁইয়া প্রমূখ।
অনুষ্ঠানে মিজানুর রহমান বাবুলকে আহবায়ক ও সদস্য সচিব মিজানুর রহমান মিলনকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কৃষক লীগের কমিটি ঘোষণা করেন থানা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
চন্দ্রগঞ্জ থানা কৃষক লীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর বলেন, ‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ এই মূলমন্ত্রে সারা দেশে কৃষক লীগকে সংগঠিত করে কৃষক-জনতার সার্বিক উন্নয়ন সাধন করাই কৃষক লীগের মূল নীতি। দেশে কৃষির উন্নয়ন এবং কৃষকের স্বার্থ রক্ষার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১৯ এপ্রিল বাংলাদেশ কৃষক লীগ প্রতিষ্ঠা করেন।
Leave a Reply