জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ June 18th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 14947 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে সদর হাসপাতালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। এসময় জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবির,পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেনসহ স্বাস্থ্যবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেল ৪টা পর্যন্ত শিশুদের খাওয়ানো হবে এ ভিটামিন ক্যাপসুল।
এবার জেলার ২ লাখ ৯৬ হাজার ৬৩৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১ হাজার ৪৮০টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৮৫ শিশুকে নীল ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬২ হাজার ৯৫১ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
ক্যাপসুল খাওয়ানোর কাজে ২২২ জন স্বাস্থ্য সহকারী, ২১৬ জন এফ ডব্লিউ এ সদস্য, ১৭০ জন সিএইচসিপি সদস্য, ২৯৬০ জন স্বেচ্ছাসেবক কাজ করছেন। ১৮৪ জন সুপারভাইজার এ ক্যাম্পইনের দায়িত্বে নিয়োজিত রয়েছে বলে জানান সিভিল সার্জন ডা: আহমদ কবির।
Leave a Reply