জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ June 1st, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 14393 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা অভিযান চালিয়ে ৩০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উজেলার ব্রীজঘাট ও বয়ারচর সুইচের খাল সংলগ্ন এলাকা থেকে এসব জার জব্দ করে রামগতি কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন।
এসময় আট টি ইঞ্জিন চালিত মাছ ধরা নৌকা হতে ব্যবহার নিষিদ্ধ ৩০ লক্ষ মিটার কারেন্ট জাল, ছয় পিস বেহুন্দি জাল, আট পিস চায়না দূয়ারি জাল ও দুই হাজার মিটার মশারী জাল জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত নিষিদ্ধ জাল ব্যবহার করে জেলেরা অবৈধভাবে মাছ আহরণের উদ্দেশ্যে মেঘনা নদীতে গমন করছিল বলে জানান কোস্ট গার্ড।
পরে রামগতি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এম জসীম উদ্দীনের নির্দেশে জব্দকৃত ব্যবহার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়৷ এছাড়া, নিষিদ্ধ জল বহনকারী নৌকাগুলোকে মুচলেকা গ্রহণ করত প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়
Leave a Reply