জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ May 20th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 13314 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীপুরের রাজপথে শান্তি সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মীরা। শনিবার (২০ মে) বিকেলে জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার নেতৃত্বে এ শান্তি সমাবেশ করা হয়।
বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে’ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঢাকা-লক্ষ্মীপুর প্রধান সড়কের মজুপুর এলাকায় আয়োজিত শান্তি সমাবেশ শেষে শোভাযাত্রা বের করা হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন- যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, গোপরান বাবু, হুমায়ুন কবির, দিপু মাহমুদ, সগির আহমেদসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
Leave a Reply