জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ May 12th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 10839 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরে দারুল নাজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার নুরানী বিভাগের ৩ শিশু ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে মোঃ রহমত উল্যাহ নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ মে) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভিকটিম ৩ শিশু ছাত্রকে উদ্ধারসহ শিক্ষক রহমত উল্যাহকে আটক করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।
অভিযুক্ত রহমত উল্যাহ পটুয়াখালী সদর উপজেলার মৌকরন গ্রামের আব্দুল কুদ্দুস তালুকদারের ছেলে এবং একই মাদ্রাসার নুরানী আরুবি বিভাগের শিক্ষক।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জ ইউপির পশ্চিম লতিফপুর গ্রামের ইউনিয়ন পরিষদ সড়ক সংলগ্ন দারুল নাজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র মোঃ আব্দুল্যাহ (১১, মোঃ ফাহিম (১০) ও মোঃ মেহেদী (১২)। গত ৫ মে ও গত ১১ মে বৃহস্পতিবার দিবাগত রাতে শিক্ষক রহমত উল্যাহ শ্রেণি কার্যক্রম চলাকালীন সময়ে বিভিন্নভাবে ওই ৩ শিক্ষার্থীকে কাছে ডেকে নিয়ে যৌন হয়রানিসহ রাতে ঘুমন্ত অবস্থায় তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ওই ৩ শিক্ষার্থী মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশের কাছে ঘটনার বিবরণ জানালে পুলিশ ভিকটিমদের উদ্ধারসহ এবং অভিযুক্ত শিক্ষককে আটক করেন।
শুক্রবার দুপুরে ভিকটিম শিশু শিক্ষার্থীদের অভিভাবকরা থানায় হাজির হলে নির্যাতনের শিকার শিশুছাত্র আব্দুল্যাহর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। এতে অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করা হয়। ভিকটিমদের দুইজনের বাড়ি নেত্রকোনা জেলায়, তারা চন্দ্রগঞ্জে বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। আরেকজনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply