জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ April 18th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 17152 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে এ আয়োজন করা হয়।
সংগঠনটির জেলা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর বিআরডিবির চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন।
সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মাওলার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যাপক মাহবুবুর রশিদ, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামরুল হাসান ভূঁইয়া, সাধারণ সম্পাদক গাজিউল হক চৌধুরী গাজী প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সমসেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউসুফ।
বক্তব্যে মামুনুর রশিদ মামুন বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তিনিই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণ করেছেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করন করেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকলে এ সরকার আমাদের দাবি দাওয়াগুলো পূরণ করবেন। কারণ এ সরকার শিক্ষা ও শিক্ষক বান্ধব।
Leave a Reply