জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ April 1st, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 11524 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে বিএনপির জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে। শনিবার (১ এপ্রিল) বিকেলে শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এ আয়োজন করা হয়।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী, আবদুল মতলব, আমজাদ মাস্টার, জাকির হোসেন ভূঁইয়া আজাদ, রাসেল মাহমুদ মান্না, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, শ্রমিক লীগ নেতা ইউছুফ পাটওয়ারী ও ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম রকি।
এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ এমরান হোসেন নান্নু, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা বেলায়েত হোসেন বেলাল, যুবলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাখাওয়াত হোসেন আরিফ, হারুনুর রশিদ, সেচ্ছাসেবক লীগ নেতা হাশেম আহমেদ রুপম, রেজাউল করিম রিয়ানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, সরকারের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা মিথ্যাচার করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন তারা মানতে নারাজ। প্রধানমন্ত্রী দক্ষ নেতৃত্বের কারণেই শান্তিতে রয়েছে জনগণ। কিন্তু অহেতুক দাবি তুলে আন্দোলনের নামে দেশকে ফের অশান্ত করে তুলতে চাচ্ছে বিএনপি। তাদেরকে সে সুযোগ দেওয়া হবে না। শেখ হাসিনার নির্দেশে দেশকে নিরাপদ রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে রয়েছে।
Leave a Reply