০৮:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুরে মাদক মামলায় যুবকের ৫ বছরের কারাদন্ড

  • আপডেট: ০১:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • 13444

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ইসমাইল হোসেন লিমন নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায়দেন। এ সময় আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
লিমন রায়পুর উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া গ্রামের মাইক খলিলের বাড়ির মো. জাকির হোসেন লিটনের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২১ মে সন্ধ্যায় রায়পুর থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) জামশেদ আহমেদ উপজেলার মধ্য চরপাতা গ্রামের সিংহের পোল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন লিমনকে আটক করেন। ওই সময় তার কাছে ২০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে এসআই জামশেদ আহমেদ বাদী হয়ে ওই রাতেই লিমনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মাদক মামলাটি তদন্ত শেষে ইসমাইল হোসেন লিমনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৩ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে লিমন দোষী সাবস্ত হওয়ায় আদালত এ রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :
সর্বাধিক পঠিত

রায়পুরে হত্যা মামলায় বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে মাদক মামলায় যুবকের ৫ বছরের কারাদন্ড

আপডেট: ০১:৫৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ইসমাইল হোসেন লিমন নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায়দেন। এ সময় আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
লিমন রায়পুর উপজেলার পৌরসভার ৭নং ওয়ার্ডের দক্ষিণ কেরোয়া গ্রামের মাইক খলিলের বাড়ির মো. জাকির হোসেন লিটনের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২১ মে সন্ধ্যায় রায়পুর থানার সেই সময়ের উপপরিদর্শক (এসআই) জামশেদ আহমেদ উপজেলার মধ্য চরপাতা গ্রামের সিংহের পোল এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন লিমনকে আটক করেন। ওই সময় তার কাছে ২০০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে এসআই জামশেদ আহমেদ বাদী হয়ে ওই রাতেই লিমনের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মাদক মামলাটি তদন্ত শেষে ইসমাইল হোসেন লিমনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৩ জুলাই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে লিমন দোষী সাবস্ত হওয়ায় আদালত এ রায় দেন।

লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।