জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ March 17th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 14569 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে পালিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কেককাটা ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল কিশোর মজুমদার, কলেজের উপাধ্যক্ষ প্রিয়বত চৌধুরী, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আলী হোসেন, কলেজ গভর্ণিং বডির সদস্য বাবুল হোসেন ও অহিদ মিয়া, পুলিশের এসআই মো. মোস্তফা, সাংবাদিক সোহেল মাহমুদ মিলন, মো. আলাউদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমানসহ অন্যান্য শিক্ষকমন্ডলী।
আলোচনায় বক্তারা বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে তাঁর জীবনাদর্শ নিয়ে আলোকপাত করেন।
Leave a Reply