জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ March 12th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 17154 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের নতুন কমিটি আনন্দ মিছিল করেছে। এতে আহ্বায়ক মো. নুরুল আলম বাবলু, সদস্য সচিব মো. ফারুক হোসেন মোল্লাকে মনোনীত করায় রোববার (১২ মার্চ) বিকেলে মান্দারী বাজার প্রধান সড়কে এ মিছিল করা হয়।
প্রধান সড়ক থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছে নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন- সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাশেম আহমেদ রুপম, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুক্তার শাহ্, মেহেদি হাসান জসি, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুম মেম্বার, চন্দ্রগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগ নতুন কমিটির যুগ্ন-আহবায়ক সালাউদ্দিন টিটু, এম এ সামাদসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা বলেন, আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী সেচ্ছাসেবক লীগ। এ সংগঠনের সোনালী ঐতিহ্য ধরে রাখতে নতুন নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এখন জনগণ স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। এজন্য আগামি সংসদ নির্বাচনে তাঁকে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
প্রসঙ্গত, গত ৭ মার্চ (মঙ্গলবার) রাতে মো. নুরুল আলম বাবলুকে আহ্বায়ক ও মো. ফারুক হোসেন মোল্লাকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা সেচ্ছাসেবক লীগ।
Leave a Reply