মোঃ হুমায়ুন কবির মানিক,কুমিল্লাঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ে সোমবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ নুর আহমেদ বাবরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির আহমদ, উপস্থিত ছিলেন জ্যামসন গ্রুপ অফ কোম্পানির চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী মোহাম্মদ সায়েদুজ্জামান খান, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী প্রফেসর হাসানাত আনোয়ার উদ্দীন আহমেদ, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক দয়াল, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, সহকারী অধ্যাপক মুজাহিদুল আমিন সোহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, আমন্ত্রিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশক: সোহেল মাহমুদ মিলন
Leave a Reply