১২:০২ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

৭ই মার্চে লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের জনসভা

  • আপডেট: ০৪:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
  • 18350

লক্ষ্মীপুর প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিশাল জনসভা করেছে লক্ষ্মীপুর জেলা সেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজ্জামেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, বিশেষ বক্তা ছিলেন- কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা এডভোকেট জসিম উদ্দিন পিপি, এম এ সাত্তার, ইঞ্জিনিয়ার খোকন পাল, আবদুল মতলব, এডভোকেট রাসেল মাহমুদ মান্না, সৈয়দ সাইফুল হাসান পলাশ, আমজাদ মাষ্টার, আওয়ামী লীগ নেত্রী ফরিদা ইয়াসমিন লিকাসহ প্রমুখ।

এদিকে বিকেলে ৪টার দিকে সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাশেম আহমেদ রুপম ও সদস্য সচিব রেজাউল করিম রিয়ানের উদ্যোগে বিশাল একটি মিছিল বের হয়ে জনসভায় যোগদান করেন। এতে সেচ্ছাসেবক লীগ নেতা মুক্তার শাহ, মো. জনি, হুমায়ুন কবির, সোহেলসহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইউনেস্কো কেবল বাঙালী ঐতিহ্য হিসেবেই নয়, ৭ই মার্চের এ ভাষণকে বিশ্ব মানবের সম্পদ হিসেবেও স্বীকৃতি প্রদান করেছে, যা সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে।

Tag :

১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি —-শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

৭ই মার্চে লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের জনসভা

আপডেট: ০৪:৩৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩

লক্ষ্মীপুর প্রতিনিধি:
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিশাল জনসভা করেছে লক্ষ্মীপুর জেলা সেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজ্জামেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, বিশেষ বক্তা ছিলেন- কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ হানিফ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা এডভোকেট জসিম উদ্দিন পিপি, এম এ সাত্তার, ইঞ্জিনিয়ার খোকন পাল, আবদুল মতলব, এডভোকেট রাসেল মাহমুদ মান্না, সৈয়দ সাইফুল হাসান পলাশ, আমজাদ মাষ্টার, আওয়ামী লীগ নেত্রী ফরিদা ইয়াসমিন লিকাসহ প্রমুখ।

এদিকে বিকেলে ৪টার দিকে সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাশেম আহমেদ রুপম ও সদস্য সচিব রেজাউল করিম রিয়ানের উদ্যোগে বিশাল একটি মিছিল বের হয়ে জনসভায় যোগদান করেন। এতে সেচ্ছাসেবক লীগ নেতা মুক্তার শাহ, মো. জনি, হুমায়ুন কবির, সোহেলসহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইউনেস্কো কেবল বাঙালী ঐতিহ্য হিসেবেই নয়, ৭ই মার্চের এ ভাষণকে বিশ্ব মানবের সম্পদ হিসেবেও স্বীকৃতি প্রদান করেছে, যা সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস হয়ে থাকবে।