কুমিল্লা, ক্যাম্পাস সংবাদ, জেলার খবর | তারিখঃ February 23rd, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 8235 বার
মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লাঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মান্দারগাঁও উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য এম এইচ নোমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি, বাইশগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণত সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ করিম ওয়াসিম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিম উদ্দিন বাহার, শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সহিদ উল্লাহ, বাইশগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল আয়েচ ভুঁইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃবেলায়েত হোসেন, সাবেক সভাপতি অহিদ উল্লাহ পাটোয়ারী, উত্তর হাওলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা মাকছুদুর রহমান, বাইশগাও ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনোয়ারুল আজিম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল হাই টেলু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শিমুল খান, সহসভাপতি মনজুর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহ আলম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি সমান গুরুত্ব দিয়েছে। তাই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত রাখতে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান তার শুভেচ্ছা বক্তব্যে একটি চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণ করে দেওয়ার জন্য মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম (এমপি) কে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিকানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply