জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ January 21st, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 16111 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে ১ হাজার দুর্গম চরের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ্জামান আশরাফের উদ্যোগে উপজেলার টাংকি বাজার পুলিশ ক্যাম্প প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণে উপস্থিত ছিলেন- রামগতির (সার্কেল) সাইফুল ইসলাম, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য (ভিপি) হেলাল উদ্দিন, চরগাজী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহিদুল ইসলাম সুমন, চর আব্দুল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মঞ্জুসহ প্রমুখ।
এসময় পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ বলেন, ইতিমধ্যে শীতার্ত মানুষগুলোর কথা চিন্তা করে মানতা জনগোষ্ঠী, বেদে পল্লী, ছিন্নমূল মানুষ ও খুঁজে খুঁজে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে আসছি। আজ দুর্গম চরের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলাম। আমি চাই আমার এ দেখাকে উপলব্ধি করে সমাজের বৃত্তবানরা এগিয়ে আসুক।
Leave a Reply