লক্ষ্মীপুর প্রতিনিধি:
হাড়কাঁপানো শীতে কাঁপছে লক্ষ্মীপুর বেদে পল্লীর অসহায় ছিন্নমূল ও শীতার্ত মানুষগুলো। মাঘের শুরুতে শীত কোনোভাবেই মানছে না। থরথর করে শীতে কাঁপছে শরীর। শীতের তীব্রতা বাড়ায় রাতের আঁধারে জেলা পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ শীতার্তদের খুঁজে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন।

রোববার (১৫ জানুয়ারি) মধ্যরাতে লক্ষ্মীপুর জেলা শহরের বঙ্গবন্ধু চত্বর, দক্ষিণ তেহমুণী বাসস্ট্যান্ড, ঝুমুর সিনেমা ও একটি বেদে পল্লীর ছিন্নমূল মানুষের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপারের
সহধর্মিণী পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী সেলিনা মাহফুজ।

এসময় আরোও উপস্থিত ছিলেন- ডিআইও-১ একেএম আজিজুর রহমান মিয়া, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রশাসন প্রবীর কুমার দাস ও লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন প্রমুখ।

জানতে চাইলে পুলিশ সুপার (এসপি) মাহফুজ্জামান আশরাফ বলেন, ঘন কুয়াশার আড়ালে শীতের তীব্রতা বাড়ছে। অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

তিনি আরোও বলেন, যখন কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের সন্ধানে নামি, তখুনি দেখা গেছে কেউ গামছা-লুঙ্গি কিংবা ছেড়া কাঁথা গায়ে জড়িয়ে ঘুমাচ্ছেন। থরথর করে কাঁপছে শরীর। তারা এ শীতের রাতে মাত্র একটি কম্বল পেয়ে আকাশ ছোঁয়া খুশি। আমরা যারা রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল মানুষ আছি। আমরা যদি এভাবে এগিয়ে আসি, তাহলে এসব মানুষগুলো কিছুটা হলেও শীতের তীব্রতা থেকে মুক্তি পাবে।