জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ January 15th, 2023 | নিউজ টি পড়া হয়েছেঃ 15232 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ঐতিহ্যবাহী হযরত দেওয়ানশাহ্ মেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। (আজ) রোববার দুপুরে ৪৩৫তম এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
মেলা পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আবুল কাসেম চৌধুরী,সাধারণ সম্পাদক আবদুল ওহাব, সাবেক ইউপি চেয়ারম্যান ও মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এম ছাবির আহম্মদ,ইউনিয়ন আওযামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন লিঠন,সাধারণ সম্পাদক কাজী সোলাইমান,চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর,সাবেক থানা ছাত্রলীগের আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু,থানা শ্রমিকলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম,নিযন যুবলীগের আহবায়ক মোঃ সাহাব উদ্দিন,যুগ্ন আহবায়ক রিংকু প্রমূখ। এ সময় বিপুল সংখ্যাক দর্শনার্থীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানায়, প্রায় সাড়ে ৪শ’ বছর আগে লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ধর্ম প্রচারের উদ্দেশ্যে ফকির হযরত দেওয়ানশাহ্ (রাঃ) আগমন করেন। পরে তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে তাঁর আস্তানা গড়ে তোলেন। দীর্ঘ সময় ধরে এই এলাকায় ধর্ম প্রচারকালে এখানেই তিনি ইন্তেকাল করেন। পরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ফকির হযরত দেওয়ানশাহ্ (রাঃ) এর মরদেহ এখানেই সমাহিত করা হয়। এরপর ফকির হযরত দেওয়ানশাহ্ (রাঃ) এর সমাধিস্থল মাঝার হিসেবে গড়ে ওঠে। ওই সময় থেকে হযরত দেওয়ানশাহ্ (রাঃ) মাঝার প্রাঙ্গণে প্রতিবছর বাংলা মাঘ মাসের ১ তারিখ থেকে মেলা (দরগাহ্) বসে। মেলায় বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রী, কাঠের ও স্টীলের তৈরী ফার্ণিসার, কসমেটিক্স, লেদার সামগ্রী, খাবার সামগ্রী, গৃহস্থালি সামগ্রী, কুটির শিল্প, মাটির তৈরী হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন প্রকার অন্তত সহস্রাধিক স্টল স্থান পায়। এছাড়া নাগর দোলা, পুতুল নাচ, হোন্ডা খেলাসহ বিভিন্ন ধরণের জাদু প্রদর্শিত হয় এ মেলায়।
Leave a Reply