জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ December 24th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 13789 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে জেলা শহরের পুরাতন গোহাটা সড়ক থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের গোডাউন রোড এলাকার বাসার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাছিবুর রহমান, সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, মাহবুবুর রহমান লিটন, নিজাম উদ্দিন ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
বক্তারা বলেন, গণতন্ত্র এখন কারাবন্দি রয়েছে। এ সরকার পরিকল্পিতভাবে একের পর এক দমনপীড়ন ঘটিয়ে যাচ্ছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি করে গণতন্ত্রকে হত্যা করেছে। অন্যায়ভাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াসহ কারা অভ্যন্তরীন নেতাদের মুক্ত করা হবে।
Leave a Reply