লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুর সদর উপজেলার বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র ‘চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতি’র নির্বাচনী প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে বণিক সমিতির নিজস্ব কার্যালয়ে এ সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন, নির্বাচন প্রস্তুতি (এডহক) কমিটির আহ্বায়ক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ।
সভায় বক্তব্য রাখেন, এডহক কমিটির ১নং সদস্য আলী করিম মেম্বার, সিনিয়র সদস্য বাবু গৌতম চন্দ্র মজুমদার, মো. বাবুল হোসেন, মো. সাহাব উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। উপস্থিত ছিলেন, কমিটির সদস্য আব্দুর রহমান, কামরুল ইসলাম রিপন, জামিল খান পরাগ, মামুনুর রশিদ মামুন, জসীম উদ্দিনসহ অন্যান্যরা।
পরে বণিক সমিতির সার্বিক অগ্রগতি ও বণিক সমিতির আসন্ন নির্বাচন অনুষ্ঠান নিয়ে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিং করেন নেতৃবৃন্দ। ব্রিফিংয়ে নেতারা জানান, চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির (যার রেজিঃ নং-চট্ট-২৫৮৯) নির্বাচন সংক্রান্ত নির্বাচন কমিশন গঠন ও চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত সংক্রান্ত যাবতীয় আলোচনা হয়েছে। আমরা সবাই একমত হয়েছি দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটি বণিক সমিতির কার্যক্রম পরিচালনা করবে।
নেতৃবৃন্দ বলেন, অস্তিত্বহীন কোনো সংগঠনের অনৈতিক কর্মকান্ডে কেউ যেন বিভ্রান্ত না হয়। আমরা খুব শীঘ্রই চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করবো।
শিরোনাম:
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ বাজার বণিক কল্যাণ সমিতির সভা
Tag :