লক্ষ্মীপুর প্রতিনিধি:
দেশব্যাপী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মীরা। রোববার (১১ ডিসেম্বর) বিকেলে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক এডভোকেট শেখ জামান রিপন এ আয়োজন করেন।

মিছিলটি শহরের উত্তর তেমুহনী মুজিব চত্ত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়ে৷ এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতারা।

এতে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা পরিষদের সদস্য ইয়াহিয়া বিন জাকারিয়া মামুন, লক্ষ্মীপুর পৌর কাউন্সিলর আহসানুল করিম শিপন, সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন আলম, কবির হোসেন রিপন, সোহাগ পাটওয়ারী, যুবলীগ নেতা ঝন্টু দেবনাথ, ছগির আহমেদ, ছাত্রলীগ নেতা মাকছুদুর রহমান রুবেলসহ আরো অনেকে।