০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের পতাকা মিছিল

  • আপডেট: ০৭:৫০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • 10467

লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে পতাকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ এ আয়োজন করেন। মিছিলে নেতাকর্মীদেরা দলীয় পতাকা নিয়ে অংশ নেন।

আওয়ামী লীগ নেতা পলাশের নেতৃত্বে মিছিলটি শহরের চক-বাজার এলাকা থেকে শুরু হয়। মিছিলটি দক্ষিণ তেমুহনী হয়ে রামগতি-লক্ষ্মীপুর সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জিরোপয়েন্ট এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আবুল বাশার, মুরাদ হোসেন, মিজানুর রহমান, হারুনুর রশিদ, আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর, সাবেক ছাত্রলীগ নেতা জালাল উদ্দিন রুমিসহ শতাধিক নেতাকর্মী।

আওয়ামী লীগ নেতা সৈয়দ সাইফুল হাসান পলাশ বলেন, বিএনপি সন্ত্রাসী দল। তারা দেশে অরাজকতা সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। কিন্তু জনগণ তাদের সাথে নেই। বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জনগণ স্বোচ্চার। আমরা জনগণের পাশে আছি। আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে আমরা সবসময় প্রস্তুত রয়েছি।

Tag :
সর্বাধিক পঠিত

রায়পুরে হত্যা মামলায় বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে আওয়ামী লীগের পতাকা মিছিল

আপডেট: ০৭:৫০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

লক্ষ্মীপুর প্রতিনিধি:
বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে পতাকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল হাসান পলাশ এ আয়োজন করেন। মিছিলে নেতাকর্মীদেরা দলীয় পতাকা নিয়ে অংশ নেন।

আওয়ামী লীগ নেতা পলাশের নেতৃত্বে মিছিলটি শহরের চক-বাজার এলাকা থেকে শুরু হয়। মিছিলটি দক্ষিণ তেমুহনী হয়ে রামগতি-লক্ষ্মীপুর সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জিরোপয়েন্ট এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আবুল বাশার, মুরাদ হোসেন, মিজানুর রহমান, হারুনুর রশিদ, আলমগীর হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর, সাবেক ছাত্রলীগ নেতা জালাল উদ্দিন রুমিসহ শতাধিক নেতাকর্মী।

আওয়ামী লীগ নেতা সৈয়দ সাইফুল হাসান পলাশ বলেন, বিএনপি সন্ত্রাসী দল। তারা দেশে অরাজকতা সৃষ্টি করে ক্ষমতায় যেতে চায়। কিন্তু জনগণ তাদের সাথে নেই। বিএনপির সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জনগণ স্বোচ্চার। আমরা জনগণের পাশে আছি। আন্দোলনের নামে বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করতে আমরা সবসময় প্রস্তুত রয়েছি।