জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ December 1st, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 6814 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি :
নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে সংগঠনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় চন্দ্রগঞ্জস্থ রাজমুকুট কমিউনিটি সেন্টারে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরআগে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে নিসচার সদস্যরা। এরপর সড়ক দুর্ঘটনায় চিরতরে পঙ্গু দুইজন অসহায় ব্যক্তিকে নিসচার পক্ষ থেকে দুটি দুগ্ধ জাতের ছাগল উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া।
নিসচা চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি সাংবাদিক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এম ছাবির আহম্মদ, চরশাহী ইউপি চেয়ারম্যান ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সামছু উদ্দিন পাটোয়ারী,ডাক্তার মাকসুদুর রহমান।
নিসচা চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সুশাসনের জন্য নাগরিক চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক বাবু সমীর কর্মকার, সহ-সভাপতি বাবু গৌতম মজুমদার, সাংবাদিক সোহেল মাহমুদ মিলন ও মো. আলাউদ্দিন,সাবেক ইউনিয়ন যুবলীগের যুগ্ন-আহবায়ক মোবাশ্বের বিল্লাহ লিটন, নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাংবাদিক ইমরান হোসেন, সুজনের সদস্য সালাহউদ্দিন জুয়েল, কামরুল ইসলাম রিপন, মোক্তার হোসেন, সুজনের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন, জাতীয় পার্টির চন্দ্রগঞ্জ ইউনিয়নের সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মানিক প্রমূখ।
এসময় নিসচার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবহনের শ্রমিকবৃন্দসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply