জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ November 12th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 13443 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি :
সুজন-সুশাসনের জন্য নাগরিক এর চন্দ্রগঞ্জ থানা কমিটির উদ্যোগে ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় চন্দ্রগঞ্জস্থ রাজমুকুট কমিউনিটি সেন্টারে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সুজন’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সভাপতি সাংবাদিক মো. আলী হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম ছাবির আহম্মেদ।
সুজন, চন্দ্রগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক বাবু সমীর কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা জাতীয়পর্টির সিনিয়র সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, শাহী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়হান চিশতি, এসএমকে হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম আসিফ, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন কাজল, সুজনের কার্যনির্বাহী সদস্য ও হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু গৌতম মজুমদার, নিরাপদ সড়ক চাই’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সুজনের চন্দ্রগঞ্জ থানা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সামছুল আলম বিত্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয়টিভির প্রতিনিধি সোহেল মাহমুদ মিলন, সুজন-চন্দ্রগঞ্জ কমিটির তথ্য অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাংবাদিক ইমরান হোসেন, সুজনের সাংগঠনিক সম্পাদক এসআর রানা চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, জাতীয়পার্টির চন্দ্রগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক বেলাল হোসেন মানিক। এসময় সমাজের গুণিজন, বিশিষ্টজনসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ সুজন এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন।
Leave a Reply