বিজয় ডেস্ক:
কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই স্লোগানে শনিবার বেলা ১১টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যান্ডদলের বাজনার তালে তালে চন্দ্রগঞ্জ থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে থানার প্রাঙ্গণে আলোচনা সভায় মিলিত হয়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ¦ এম আলাউদ্দিন, কফিল বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলী, কমিউনিটি পুলিশিংয়ের চন্দ্রগঞ্জ থানা সভাপতি বেলায়েত হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব কন্টাক্টর, সহ-সভাপতি এ্যাড. সামছুল হক সামছু, চন্দ্রগঞ্জ থানা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি সমীর কর্মকার, থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা শ্রমিকলীগের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।