লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে মাছ শিকারে গিয়ে মেঘনা নদীতে নৌকা ডুবে জেলে লিটন বেপারী (৩৫), শিপন বেপারী (২৩) ও সুজন সরদার (২৫) নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ভূক্তভোগী পরিবারগুলোর সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। তাদের খুঁজে পেতে জেলে সর্দার ও পরিবারের লোকজন চেষ্টা চলাচ্ছেন।

এর আগে সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া এলাকা থেকে তারা নৌকা নিয়ে কমলনগর এলাকায় মেঘনা নদীতে মাছ শিকারে যান। রাতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে তারা নদীতে পড়ে যায়। এরমধ্যে ৭ জন কমলনগর উপজেলার মতিরহাট এলাকায় কূলে উঠতে পারলেও ৩ জনকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

নিখোঁজ লিটন চরকাছিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে, শিপন একই এলাকার আবদুর রব বেপারীর ছেলে ও সুজন ওই গ্রামের রব সরদারেরর ছেলে। এরমধ্যে লিটনের বাবা আবুল কাশেম ছেলে নিখোঁজের ঘটনায় বুধবার বিকেলে রায়পুর থানায় নিখোঁজ ডায়েরি করেছেন।

ঘূর্ণিঝড়ের কবল থেকে উদ্ধার হয়েছেন জেলে রাসেল বেপারী, রাশেদ বেপারী, রাসেল হাওলাদার, বাচ্চু বেপারী, জুনু মোল্লা, মো. হাসান ও মো. জুয়েল। তারা চরকাছিয়া গ্রামের বাসিন্দা।

জেলে রাসেল হাওলাদার জানিয়েছেন, তারা রাসেল বেপারীর নৌকায় কাজ করেন। মেঘনায় মাছ শিকার নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু উত্তাল নদীতে মাছ বেশি পাওয়া যায়। সে আশায় তারা দুটি ১০ জন নদীতে মাছ শিকারে যান। মেঘনা নদীর কমলনগর এলাকায় তাদের নৌকা ছিল। ঝড়ের সময় নদীর ঢেউয়ের সঙ্গে তাদের একটি নৌকার তলা ফেটে যায়। এতে তলা ফাটা নৌকাটি অন্যটির সঙ্গে বাঁধা হয়। কিছুক্ষণ পরই তাদের নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। পরে তারা নদীতে পড়ে যায়। একপর্যায়ে ভাসতে ভাসতে তারা ৭ জন কমলনগর উপজেলার মতিরহাট এলাকায় কূলে উঠে। কিন্তু বাকি তিনজনকে কোথাও পাওয়া যায়নি।

রাসেল হাওলাদার বলেন, ঝড়ে ডুবে ডুবে কূলে এসে পড়েছি। বেঁচে ফেরার কোন আশায় ছিল না। আল্লাহ আমাদের রক্ষা করেছেন।

নিখোঁজ জেলে লিটন বেপারীর স্ত্রী মারুফা বেগম জানিয়েছেন, রাসেল বেপারীর কাছ থেকে লিটন অগ্রিম ৫০০ টাকা নিয়েছিল। এতে রাসেল তাকে বাধ্য করেছে নদীতে যেতে। এখন তারা ফিরে আসলেও লিটন ফিরে আসেনি। দুটি সন্তান তাদের বাবার জন্য পথ চেয়ে আছে।

নৌকার মালিক রাসেল বেপারী অসুস্থ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে তার বাবা আবদুল খালেক বেপারী জানিয়েছেন, নিখোঁজ জেলেদের সন্ধানে আমরা চেষ্টা করছি। নৌকা নিয়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় তাদের খোঁজা হয়েছে। নিখোঁজদের সন্ধানে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া জানান, লিটন নামে এক জেলে নিখোঁজের ঘটনায় তার বাবা জিডি করেছেন। এলাকায় খোঁজ নেওয়া হচ্ছে।