জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ October 23rd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 8276 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে হেলমেট ভেঙে মো. ইব্রাহিম (৩৫) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার (২৩ অক্টোবর) দুপুরে জেলা কারাগারের সামনে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার মাইজপাড়া রাড়িকান্দি এলাকার আবদুল হামিদ মিয়ার ছেলে। তিনি ডাচ বাংলা ব্যাংকের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ শাখায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে ইব্রাহিম চন্দ্রগঞ্জে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যায়। এ সময় হেলমেট ভেঙে মাথা থেতলে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের পকেটে থাকা ভোটার আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া বলেন,পিকআপটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারকে খবর দিতে ব্যাংকের লোকজনকে বলা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply