জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ October 23rd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 11072 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকার করায় চার জেলেকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার রাতে তাদের বিরুদ্ধে রামগতি থানায় নৌ-পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবু রাখাইন মামলা করেন। রাতেই তাদের পুলিশে হস্তান্তর করা হয়। জেলেদের কাছ থেকে জব্দকৃত এক মণ ইলিশ মাছ স্থানীয় দুটি এতিমখানায় বিতরণ করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. আশরাফ, শাহাদাত হোসেন, রাকিব হোসেন, সামছুদ্দিন। তারা উপজেলার চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের টাংকি সমাজের বাসিন্দা।
পুলিশ জানায়, ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা অনুযায়ী শনিবার বিকেলে নৌ-পুলিশ মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এসময় মেঘনা নদীর তেলির এলাকা থেকে চার জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক মণ ইলিশ ও তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তাদের ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকাটিও জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ রামগতি আহমদিয়া তালিমুল কোরআন ও হাফেজিয়া মাদরাসার ও তাজু মিয়া তালিমুল কোরআন মাদরাসায় বিতরণ করা হয়।
রামগতি উপজেলার বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ফেরদৌস আহম্মদ, জব্দকৃত নৌকা ও জাল আমাদের হেফাজতে রয়েছে। গ্রেফতার জেলেদের থানা পুলিশ আদালতে সৌপর্দ করেছে। আদালত তাদের কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন।
Leave a Reply