জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ October 22nd, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 8581 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
নির্ধারিত মূল্যের চেয়ে কেজিপ্রতি চিনিতে ৮ টাকা বেশি রাখায় লক্ষ্মীপুরে দুই পাইকারি ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২২ অক্টোবর) দুপুরে শহরের ভক্তের গলিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করেন। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান।
এসময় জেলা কৃষি ও বিপণন কর্মকর্তা মনির হোসেন ও লক্ষ্মীপুর বণিক সমিতির ক্রীড়া সম্পাদক এহতেশাম হায়দার বাপ্পী উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানায়, সরকার নির্ধারিত প্রতিকেজি চিনির দাম ৯০ টাকা। কিন্তু ব্যবসায়ীরা প্রতিকেজি চিনি পাইকারি দরে ৯৭-৯৮ টাকা বিক্রি করছেন। এতে খুচরা বিক্রেতারা আরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এতে বাজারদর স্থিতিশীল রাখতে লক্ষ্মীপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। এসময় মেসার্স হরিনারায়ণ অ্যান্ড সন্স ও মাইন উদ্দিন স্টোরে ৯৭-৯৮ টাকা কেজি দরে পাইকারিভাবে চিনি বিক্রি করতে দেখা যায়। এতে তাদের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ব্যবসায়ীরা জানায়, ঢাকা থেকে চিনি আমদানি করা যায়নি। এজন্য তারা নোয়াখালীর চৌমুহনী থেকে কেজি প্রতি ৯৫-৯৬ টাকা দরে চিনি কিনেছেন। সেই সূত্রে তারা ৯৭-৯৮ টাকা দরে চিনি বিক্রি করছেন। ৯০ টাকা বিক্রি করতে গেলে অনেক বড় ক্ষতির সম্মুখীন হবেন তারা।
কৃষি বিপণন কর্মকর্তা মনির হোসেন জানিয়েছেন, চিনির কেজি প্রতি ৯০ টাকা মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। এর বেশি দামে বিক্রি করা যাবে না। ব্যবসায়ীদের সাবধান করে দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীরা বেশি দামে চিনি ক্রয় করেছেন বলে রশিদ যাচাইয়ে সত্যতা মিলেছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান জানান, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply