লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজ হওয়ার ১৭ দিন পর পুকুর থেকে ফিরোজা বেগম (৮৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উদমারা গ্রামের একটি পরিত্যক্ত পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত ফিরোজা উদমারা গ্রামের ফরাজি বাড়ির মৃত আব্দুল কাদের ফরাজির স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১৭ দিন আগে ফিরোজা বেগম নিখোঁজ হন। তার সন্ধানে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছিল। কিন্তু পাওয়া যায়নি। শুক্রবার সকালে উদমারা গ্রামের নারায়ণ অধিকারীর একটি পরিত্যাক্ত পুকুরে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে এসে অর্ধগলিত ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।

দক্ষিণ চরআবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে হাওলাদার জিকু বলেন, ১৭ দিন আগে ওই নারী নিখোঁজ হওয়ার ঘটনায় মাইকিং করতে শুনেছি। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন। নিজের নাম ছাড়া তিনি অন্য কিছু স্পষ্ট বলতে পারতেন না।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।