জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ October 19th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 7939 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে ছড়া, কবিতা আবৃত্তি ও শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধভিত্তিক বই বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) দুপুরে সাবেক জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে হাজী আমজাদ আলী পাটোয়ারী উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন রুমি পাটওয়ারী, সোহাগ পাটওয়ারী, যুবলীগ নেতা দিপু মাহমুদসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
প্রসঙ্গত: ১৯৬৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট বঙ্গবন্ধুর সঙ্গে নিষ্ঠুরভাবে শিশু শেখ রাসেলকেও হত্যা করে।
Leave a Reply