অন্যান্য | তারিখঃ October 17th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 5353 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে জেলা পরিষদের ভোট গ্রহন সকাল ৯টা থেকে ৬টি কেন্দ্রে শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে নিবাহী ম্যাজিস্ট্রের ও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে,সেদিকে আইনশৃংখলা বাহিনীর কঠোর নজরদারী রয়েছে। ২৬জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে সাধারন সদস্যপদে ১৬ জন ও সংরক্ষিত সাধারন সদস্য পদে ১০ জন। ভোটার সংখ্যা ৮২০জন, ভোট হচ্ছে ইভিএমে। যার মধ্যে পুরুষ ৬২৫ এবং নারী ভোটার রয়েছেন ১৯৫ জন রয়েছে।
তবে নির্বাচনে প্রতিদ্বন্দি¦ প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য মো: শাহজাহান নির্বাচিত হয়েছেন।
এছাড়া আজ ভোটের মাঠে সাধারন সদস্য পদে ২০ জন ও সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রতিদ্বন্ডিতায় রয়েছেন।
জেলা প্রশাসক,মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহনের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। কেন্দ্রে ভিতরে প্রবেশ করতে তল্লাশি করা হচ্ছে। ভোটার ছাড়া কেউ যেন কেন্দ্রে প্রবেশ করতে না পারে,সে ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে আইনশৃংখলা বাহিনীর সর্তক রয়েছেন। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন শুরু হয়েছে।
Leave a Reply