লক্ষ্মীপুর প্রতিনিধি:
জাতীয় শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা করা হয়েছে। বুধবার (১১ অক্টেম্বর) সন্ধ্যায় শহরের এন আহম্মদিয়া সরকারী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান করা হয়।

জেলা শ্রমিকলীগের আহবায়ক ইউছুফ পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন মিয়া ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।

জেলা শ্রমিকলীগের সদস্য সচিব বেলাল হোসেন কারীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা মিজানুর রহিম, আবদুল মতলব, এডভোকেট রাসেল মাহমুদ মান্না, কেন্দ্রীয় যুব লীগের উপ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল আলম, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, শ্রমিক লীগ নেতা মামুনুর রশিদ ভূঁইয়া ও নজরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে দেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন।