জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ October 12th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 5894 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষীপুরে একটি বসতঘর জ্বলেপুড়ে ছাই হয়ে গেছে। এতে আনিকা আক্তার (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়। দগ্ধ হয় তার মা জোৎনা বেগম (৪০) ও ছোট ভাই রোকন মাহমুদ (৯)। দগ্ধ মা-ছেলেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) সকালে মুঠোফোনে কিশোরীর মৃত্যু ও অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করছেন, লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস (স্টেশন অফিসার) রণজিৎ কুমার সাহ্।
এর আগে মঙ্গলবার দিবাগত-রাত ১টার দিকে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের (২নং ওয়ার্ড) গোপালপুর পূর্ব মাগুরী গ্রামের জোড়পোলের পূর্ব পাশে
আনোয়ার হোসেনের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওইসময় ঘরে থাকা আনোয়ারের কিশোরী কন্যা আনিকা আক্তার ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যায়। আহত হয় তার স্ত্রী ও ছেলে রোকন মাহমুদ।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস রণজিৎ কুমার সাহা জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা আসার পূর্বেই বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। একজনের মৃত্যু হয়। দুইজন দগ্ধ হয়, তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply