জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ October 9th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 6311 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেহ উদ্দিন’কে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (০৮ অক্টোবর) রাত ৮টায় চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতি স্থানীয় গণমিলনায়তনে এই সংবর্ধনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন, বণিক সমিতির আহ্বায়ক মাওলানা মো. আবদুল কুদ্দুছ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোসলেহ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এম ছাবির আহম্মেদ, চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, জেলা জাতীয়পার্টির সাংগঠনিক ও বিশিষ্ট ব্যবসায়ী সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন।
এছাড়াও বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন লিঠন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, সুজন-সুশাসনের জন্য নাগরিক চন্দ্রগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক বাবু সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতি, চন্দ্রগঞ্জ প্রেসক্লাব, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগ, নিরাপদ সড়ক চাই ও সুজন-সুশাসনের জন্য নাগরিক কমিটির পক্ষ থেকে বিদায়ী ওসি মো. মোসলেহ উদ্দিনকে ফুল দিয়ে বিদায় ও ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. বাবুল হোসেন।
লক্ষ্মীপুর মডেল থানায় বদলি জনিত কারণে বিদায়ী ওসি মোসলেহ উদ্দিনের চন্দ্রগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে বিগত সাড়ে ৭ মাসে তাঁর কর্মকান্ডের ভূঁয়সি প্রশংসা করেন নেতৃবৃন্দ।
এসময় ওসি মোসলেহ উদ্দিন বলেন, চন্দ্রগঞ্জের মানুষ খুবই দায়িত্ববান ও চমৎকার। আমি চন্দ্রগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে সাংবাদিক মহলসহ রাজনৈতিক নেতৃবৃন্দের যথেষ্ট সহযোগিতা পেয়েছি। যার কারণে, চন্দ্রগঞ্জ থানার এলাকার ৯টি ইউনিয়নে আইশ-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে ধরে রাখা সম্ভব হয়েছে।
Leave a Reply