জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ October 8th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 6938 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে লক্ষ্মীপুরে মুছার খাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মধ্য চর রমনী গ্রামে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানায়, ঘটনার সময় মুছার খালের মাথায় নৌকা নিয়ে কিশোর রাকিব হোসেন মাছ ধরতে যায়। এ খালের সঙ্গে রহমত খালী খালের সঙ্গে সংযোগ রয়েছে। একপর্যায়ে রাকিব খালের পানিতে এক নবজাতকের মরদেহ ভাসতে দেখে। সে মরদেহটি মতিনের খেয়াঘাটে নিয়ে আসে। পরে এক ব্যক্তি ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি জানায়। পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। নবজাতকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply