জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ September 30th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 9594 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের রোগমুক্তি কামনায় লক্ষ্মীপুরে কুরআন খতম ও দোয়া মাহফিল করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বাদজুম্মা জেলা শহরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।
এর আগে শহরের আল নূর ইসলামী একাডেমীতে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়। এসময় যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার আশুরোগ মুক্তি কামনায় লক্ষ্মীপুরে শুক্রবার বাদজুম্মা কোরআন খতম ও দোয়ার আয়োজন করেন বায়েজীদ ভূঁইয়া। যুবলীগ চেয়ারম্যানের দ্রুত সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়াও চান তিনি। পরে মুসল্লীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, এর আগে ২০২১ সালের জানুয়ারিতেও একবার করোনায় আক্রান্ত হয়েছিলেন যুবলীগের চেয়ারম্যান।
Leave a Reply