লক্ষ্মীপুর প্রতিনিধি:
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় হলরুমে এ আয়োজন করা হয়।

বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুল গফুরের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদ হোসেনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- পৌর ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ মিয়া, সাধারণ সম্পাদক বেল্লাল উদ্দিন ভূঁইয়া, ম্যানেজিং কমিটির সদস্য মো. কামরুজ্জামান মিয়া, মো. বাবর উদ্দিন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আলম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল খায়ের, বেলায়েত হোসেন, দেলোয়ার হোসেন, আসাদুল ইসলাম, মো. দেলোয়ার, রোকেয়া আক্তার, কুলসুম আক্তার, অফিস সহকারী আসিফ ইকবাল শরিফসহ শিক্ষার্থীরা।

আলোচনা সভা ও দোয়া শেষে বক্তরা বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য জীবনীর উপর আলোকপাত করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করা হয়।