জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ September 28th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 7181 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার উদ্যোগে বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মেয়রের জনতার ঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটওয়ারী, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, লক্ষ্মীপুর বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া প্রমুখ।
বক্তারা বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য জীবনীর উপর আলোকপাত করেন।
Leave a Reply