জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ September 28th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 7964 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে মহিলা কলেজ সংলগ্ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু।
জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বেলায়েত হোসেন বেল্লালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব ইমতিয়াজের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটওয়ারী, রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী জামশেদ কবির বাকি বিল্লাহ, জেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মুক্তার শাহ, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহবায়ক হাশেম আহমেদ রুপমসহ দলীয় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তারা বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার বর্ণাঢ্য জীবনীর উপর আলোকপাত করেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া করেন অতিথিরা।
Leave a Reply