জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ September 28th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 6109 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে দোয়া, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলুর উদ্যোগে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের শেখের কেল্লা আশ্রয়ণ প্রকল্পে এ আয়োজন করা হয়।
এসময় আশ্রয়ণ প্রকল্পের ৬ শতাধিক বাসিন্দার মাঝে খাবার ও শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলুর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন- রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু, রামগতি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল ওয়াহেদ, সাংগঠনিক সম্পাদক আবু নাসের, উপজেলা যুবলীগের আহবায়ক ভিপি মেজবাহ উদ্দিন হেলাল, যুগ্ম-আহবায়ক শাহ মোহাম্মদ রাকিব ও চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ।
Leave a Reply