জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ September 9th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 11042 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে ধান ক্ষেতে সার দেওয়ার সময় বজ্রপাতে হেলাল উদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার চররুহিতা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হেলাল সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের সবুজ্জার গোজা এলাকার রহম আলীর ছেলে।
পরিবারের লোকজন জানায়, ঘটনার সময় হেলাল নিজ ধান ক্ষেতে সার দিচ্ছিলেন। এসময় বৃষ্টি হয়। হঠাৎ বজ্রপাতে তিনি আহত হন। পরে সন্ধ্যা ৬ টার দিকে হেলালকে উদ্ধার করে সন্ধ্যায় সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, হাসপাতাল আনার আগেই বজ্রপাতে আক্রান্ত হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। পরে নিহতের মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুনায়েদ বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে।
Leave a Reply