জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ September 7th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 12015 বার
লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি এন্ড্রোয়েড মোবাইলসহ মাসুদ বেপারী ওরপে শেখা নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের সুলতানিয়া মাদ্রাসা এলাকার একটি চা দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে রায়পুর থানা পুলিশ। গ্রেফতার মাসুদ উপজেলার চরবংশী গ্রামের সধু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বিভিন্ন সময় মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ রয়েছে। এতে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে থানা পুলিশের অভিযানিক দল ঘটনাস্থল থেকে মাসুদকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০ টি এন্ড্রোয়েড মোবাইলফোন উদ্ধার করা হয়। মোবাইলগুলোর বাজার মূল্য প্রায় ১ লাখ টাকা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, মাসুদ মোবাইল চুরির ঘটনা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
Leave a Reply