জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ August 27th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 6338 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর সদর উপজেলা চররমনী মোহন ইউনিয়নে ৭০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। শনিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা সদর হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।
ভুক্তভোগী বৃদ্ধার স্বজনরা জানান, বাড়িতে পুত্রবধূকে নিয়ে বসবাস করেন তিনি। শুক্রবার দিনগত রাতে বৃদ্ধা প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হন। এ সময় প্রতিবেশী কবির হোসেন তাকে ধর্ষণ করেন। পুত্রবধূ টের পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যান।
সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে তার চিকিৎসা চলছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশ বৃদ্ধাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply