০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

  • আপডেট: ০৪:৩২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • 7486

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর পৌরশহরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ৫০ বছর বয়সী খোকন নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার(২০ আগস্ট) সন্ধ্যায় শহরের তিতাখাঁ মসজিদ এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়।

দন্ডপ্রাপ্ত খোকন লক্ষ্মীপুর পৌর এলাকার লামচরি গ্রামের মৃত আফজাল উদ্দিনের ছেলে।

ভুক্তভুগী ছাত্রীর স্বজন ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর বিকেলে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বাড়ির দিকে যাওয়ার পথে খোকন ওই ছাত্রীকে ইভটিজিং করে। পরে স্কুল ছাত্রী কান্না শুরু করলে স্থানীয়রা ওই বৃদ্ধকে আটক করে পুলিশে দেয়। খোকন তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর স্থানীয়রা খোকনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ আটকের পর খোকন স্বীকারোক্তি দিলে ইভটিজিংয়ের অভিযোগে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

Tag :
সর্বাধিক পঠিত

রায়পুরে হত্যা মামলায় বিএনপির ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

আপডেট: ০৪:৩২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর পৌরশহরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে ৫০ বছর বয়সী খোকন নামের এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার(২০ আগস্ট) সন্ধ্যায় শহরের তিতাখাঁ মসজিদ এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়।

দন্ডপ্রাপ্ত খোকন লক্ষ্মীপুর পৌর এলাকার লামচরি গ্রামের মৃত আফজাল উদ্দিনের ছেলে।

ভুক্তভুগী ছাত্রীর স্বজন ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর বিকেলে লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বাড়ির দিকে যাওয়ার পথে খোকন ওই ছাত্রীকে ইভটিজিং করে। পরে স্কুল ছাত্রী কান্না শুরু করলে স্থানীয়রা ওই বৃদ্ধকে আটক করে পুলিশে দেয়। খোকন তার দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর স্থানীয়রা খোকনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ আটকের পর খোকন স্বীকারোক্তি দিলে ইভটিজিংয়ের অভিযোগে তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।