জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ August 17th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 7309 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে যুবলীগ।
জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার আয়োজনে বুধবার (১৭ আগস্ট) দুপুরে শহরের মজুপুর এলাকা থেকে মিছিল শুরু হয়ে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে ঝুমুরের ইলিশ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক সদর থানা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক সোহাগ পাটওয়ারী, যুবলীগ নেতা রাজু হাসান, দিপু মাহমুদ প্রমুখ। এসময় বিক্ষোভ মিছিলে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদ মুক্ত হয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকার এ দেশকে জঙ্গিবাদের দেশ বানিয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল তারা মাথা চাড়া দিচ্ছে। তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
Leave a Reply