লক্ষ্মীপুর প্রতিনিধি:
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক
বায়েজীদ ভূঁইয়া। সোমবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে রায়পুরের ছবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০টার দিকে জেলা কালেক্ট্ররেট ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন যুবলীগের নেতাকর্মীরা। পরে জেলা শহরের একটি এতিমখানায় কোরআন খতম, দোয়া মাহফিল ও ছিন্নমূল মানুষের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪র্থ দিনের মতো এসব
কর্মসূচি পালন করা হয়েছে। এতে যুবলীগের নেতাকর্মীরা অংশ নেয়।