লক্ষ্মীপুর প্রতিনিধি:
শোকাবহ আগস্টে শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের
কালোরাত্রিতে নিহত শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে অসহায়-দুস্থ ও পথচারীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুরে মান্দারী বাসস্ট্যান্ড, দলীয় কার্যালয়ের সামনেসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচির আয়োজন করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।

এর আগে আবু হুরায়রা (রা.) মাদ্রাসা ও এতিমখানায়
শতাধিক শিশুদের নিয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে নেতাকর্মীরা। এসময় স্থানীয় ইউপি
সদস্য মামুনুর রশিদসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী যুবলীগের কর্মসূচির অংশ হিসেবে এ খাবার বিতরণ করা হয়।