জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ August 9th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 6016 বার
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে প্রায় ৫০ কেজি ওজনের সাড়ে চার ফুট লম্বার ডলফিনটি উদ্ধার করা হয়।
মৃত ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত নেয় নৌ-পুলিশ।
রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) ফেরদৌস আহম্মদ বলেন, দুপুরে নৌ পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেঘনা নদীতে একটি মৃত ডলফিন ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে সেটিকে উদ্ধার করে তীরে তীরে নিয়ে আসা হয়। বিষয়টি স্থানীয় প্রশাসন ও মৎস্য দপ্তরকে অবহিত করলে ডলফিনটিকে মাটিতে পুতে ফেলার সিদ্ধান্ত দেওয়া হয়।
তবে, অসুস্থ হয়ে ডলফিনটি মারা যেতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা ও প্রশাসন।
Leave a Reply