লক্ষ্মীপুর প্রতিনিধি:
শ্রদ্ধা আর ভালোবাসায় লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন করেছে ছাত্রলীগ

এ উপলক্ষে সোমবার (৮ আগস্ট) সকালে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে

এসময় উপস্থিত ছিলেন,কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মোঃ জোবায়েদ আলী, উপাধ্যক্ষ প্রিয়ব্রত,চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, সাবেক জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সাইফুল ইসলাম জিকু,কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদুর রহমান,সহ-সভাপতি নিশান প্রমূখ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫আগষ্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে লক্ষীপুর জেলা ছাত্রলীগের নির্দেশে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেন কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ।