জেলার খবর, লক্ষ্মীপুর | তারিখঃ August 8th, 2022 | নিউজ টি পড়া হয়েছেঃ 5176 বার
লক্ষ্মীপুর প্রতিনিধি:
শ্রদ্ধা আর ভালোবাসায় লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালন করেছে যুবলীগ।
এ উপলক্ষে সোমবার (৮ আগস্ট) সকালে বঙ্গমাতার
প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। পরে শহরের একটি এতিমখানায় কোরআন খতম, দোয়া মাহফিল, তবারক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন জেলা
যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।
মিলাদ ও দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫আগষ্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া করা হয়।
কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করেন যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া।
Leave a Reply